শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৫ জানুয়ারী ২০২৫ ১৪ : ১২Riya Patra
মিল্টন সেন,হুগলি: সদস্য সংগ্রহ অভিযান নিয়ে কার্যত একাধিক গোষ্ঠীতে বিভক্ত জেলা বিজেপি। বিভ্রান্ত বিজেপি কর্মীরা। আগামী ১০ জানুয়ারি শেষ হবে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। নির্ধারিত দিন যত এগিয়ে আসছে বিজেপি দলের অন্দরে থাকা গোষ্ঠী দ্বন্দ্বের চিত্র ক্রমশই প্রকাশ্যে আসছে। সামাজিক মাধ্যমে চলছে কাদা ছোড়াছুড়ি, বিষোদগার। আর এই প্রবণতার কারণ, কেন্দ্রীয় বিজেপির নির্দেশ জেলায় বিজেপির নেতৃত্ত্বে থাকা প্রত্যেক নেতাকে একক ভাবে কমকরে ১০০ জনকে সক্রিয় সদস্য করতেই হবে। এই লক্ষ্য মাত্রা বিজেপি জেলা সভাপতি থেকে অন্যান্য কার্যকর্তা বিধায়ক সাংসদ সকলের ক্ষেত্রেই এক। আর সেই লক্ষ মাত্র পূরণ করতে না পারলে সেই ব্যক্তি নেতৃত্ব হারাবে।
যদিও বিধায়ক, সাংসদদের ক্ষেত্রে বিষয়টা অনেকটাই সহজ। কারণ তাঁরা বর্তমানে নির্বাচিত। ক্ষমতার অলিন্দে। তাই কর্মীদের সহজেই বুঝিয়ে নিজেদের কোটা সম্পূর্ণ করতে সক্ষম হবেন। সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত বিজেপির এক বিধায়ক প্রকাশ্যে কর্মীদের উদ্দেশে বলেছেন, একজন সদস্য করতে পারলে তিনি ওই কর্মীকে ১০০ টাকা দেবেন। এই নিয়ে পরবর্তী সময়ে অনেক বিতর্ক হয়েছে। এমনিতেই নির্বাচিত বিধায়কের ক্ষেত্রে একশ সদস্যের কোটা পূরণ খুব সমস্যার নয়। তবে সমস্যাটা অন্য জায়গায়। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কার্যকর্তাদের পাশাপাশি প্রত্যেক সাংগঠনিক জেলাকে ১ লক্ষ সক্রিয় সদস্য সংগ্রহের নির্দেশিকাও দিয়েছে। যদিও বিজেপির তরফে প্রত্যেকটি লোকসভা আসনকে একটি সাংগঠনিক জেলা হিসেবে ধরা হয় । জেলার ক্ষেত্রে দেওয়া ১ লক্ষ সক্রিয় সদস্য পদের লক্ষ্যমাত্রা পূরণ না হলে পদ খোয়াতে হতে পারে জেলা সভাপতিকে।
তাই শুরু থেকেই জেলা সভাপতি হওয়ার লক্ষ্য নিয়ে সদস্য সংগ্রহ অভিযানে সামিল হয়েছিলেন হুগলি সাংগঠনিক জেলা বিজেপির নামিদামি কার্যকর্তারা। এই দৌড়ে সামিল রয়েছেন, প্রাক্তন জেলা বিজেপির একাধিক সভাপতি, বিধানসভা নির্বাচনে পরাজিত প্রার্থীরা, শাসক দল থেকে বিজেপিতে আসা নেতা অথবা শাসক দলের সঙ্গে সম্পর্ক নিবিড় অথচ এখনও পুরোপুরি বিজেপি হতে পারেননি এমন নেতারাও। সকলেই দৌড়চ্ছেন। তবে আলাদা আলাদা। উপরতলার সবাই এই ইঁদুর দৌড়ে সামিল হয়েছিলেন এই জন্যই, কারণ বর্তমানে হুগলি লোকসভা আসন, এবং এই কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের দখলে। সাংগঠনিক জেলায় বিজেপির নির্বাচিত বিধায়ক বা সাংসদ কিছুই নেই। তাই এখন লক্ষ্য জেলা সভাপতির চেয়ার। সকলেরই লক্ষ্য জেলা সভাপতি হওয়া। তাই নিজেকে সেরা হিসেবে তুলে ধরতে মরিয়া জেলা বিজেপির কার্য কর্তারা।
তবে তাঁরা আগে অবশ্যই নিজের কোটা সম্পূর্ণ করেছেন, তারপর সভাপতি হওয়ার জন্য দৌড়চ্ছেন। কেউ রাজ্য বিজেপি নেতাদের কাছে, কেউ আবার দিল্লি গিয়ে ধর্না দিচ্ছেন। এখানেই শেষ নয়, দৌড়ে সামিল প্রত্যেকেই আবার তাঁদের অনুগামীদের বলে দিচ্ছেন, আর সদস্য সংগ্রহ করার প্রয়োজন নেই। তাঁর কোটা সম্পূর্ণ হয়ে গেছে। জেলার কোটা যাতে কোনও ভাবেই সম্পূর্ণ না হয়, সেটা দেখতে হবে। আর শুরু থেকেই জেলা বিজেপি নেতাদের এই প্রবণতা সদস্য সংগ্রহ অভিযানকে কার্যত ডুবিয়েছে। সম্প্রতি হুগলির পাণ্ডুয়ায় গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার দলের সাংগঠনিক দুর্বলতা কার্যত স্বীকার করে নিয়েছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।গত ২১ ডিসেম্বর পাণ্ডুয়ায়র বৈঠকে প্রকাশ্যেই ক্ষুব্ধ মহাগুরু বলেছিলেন, আগে দলের সব মেম্বারশিপ ফেক ছিলো। এখন যেটা হচ্ছে সেটাই ঠিক। দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে লকেট চ্যাটার্জিকে হারতে হয়েছে। সদস্য সংগ্রহ লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম হয়েছে। তার পরেও ঘোর কাটেনি বিজেপি নেতাদের। চলতি বছরের জানুয়ারি মাসের ৫ তারিখ, এখনও সদস্য সংগ্রহের পরিমাণ ৭০ হাজারে পৌঁছয়নি। নির্ধারিত সময়ের আর মাত্র পাঁচ দিন বাকি। এখন যা অবস্থা, তাতে কোনও ভাবেই লক্ষ মাত্রা পূরণ কার্যত অসম্ভব। তার কারণ একটাই, এখনও নিজেদের কাজে অবিচল রয়েছেন বিজেপি নেতৃত্ব। নেতারা নিজের স্বার্থ চরিতার্থ করতে দলের অন্যান্যদের অপদার্থ প্রতিপন্ন করার লক্ষে কর্মীদের বিভ্রান্ত করতে ব্যস্ত।
#BJP Membership Drive#Hooghly#BJP
বিশেষ খবর
নানান খবর
![](/uploads/adthumb_358.jpeg)
নানান খবর
![](/uploads/thumb_37462.jpg)
ডানকুনিতে চলল গুলি, রক্তাক্ত কাণ্ড ভরসন্ধ্যায়...
![](/uploads/thumb_37460.jpg)
শেয়ালের উৎপাতে ছাড়া পেল অপহৃত! ভেস্তে গেল মুক্তিপণ আদায়ের ছক...
![](/uploads/thumb_37455.jpg)
বিজেপি জেলা সভাপতির ঘরে তালা, প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল...
![](/uploads/thumb_37450.jpg)
বাজি কারখানায় বিস্ফোরণ, গ্রেপ্তার কারখানার মালিক ...
![](/uploads/thumb_37446.jpg)
টানা তিনদিন বন্ধ ব্যাঙ্ক, বিপুল সমস্যা এড়াতে এখনই জেনে নিন তারিখগুলি...
![](/uploads/thumb_37337.jpg)
সপ্তাহশেষে আবারও দুর্ভোগের আশঙ্কা, বাতিল বহু লোকাল ট্রেন...
![](/uploads/thumb_37336.jpeg)
ফোন দেখতে চাইত প্রতিবেশী নাবালিকা! সেই সুযোগে লাগাতার ধর্ষণ করল দাদু ...
![](/uploads/thumb_37330.jpg)
পড়ুয়াদের নিশ্চিত ভবিষ্যৎ গড়তে হবে, অভিনব ভাবনা তৃণমূল ছাত্র পরিষদের...
![](/uploads/thumb_37327.jpg)
বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে বড় ঘোষণা ২১২টি মউ সাক্ষর এবং কত বিনিয়োগ প্রস্তাব, জানালেন মুখ্যমন্ত্রী ...
![](/uploads/thumb_37325.jpg)
পাওয়া গেল না বিকল্প মুখ, সত্তরোর্ধ্ব অনন্ত রায়ের উপরেই ফের ভরসা সিপিএমের ...
![](/uploads/thumb_37239.jpg)
দত্তপুকুরের কাটা মুন্ডুর রহস্যভেদ, খুনের কারণ জানলে চমকে উঠবেন...
![](/uploads/thumb_372271738767699.jpg)
ফের গুলেন বেরি সিনড্রোমে আক্রান্ত হয়ে ভর্তি কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে ও হাসপাতালে...
![](/uploads/thumb_37226.jpeg)
সাংগঠনিক নির্বাচন নিয়ে ধুন্ধুমার, নদীয়ায় বিজেপি অফিসে কর্মীদের ভাঙচুর ...
![](/uploads/thumb_37217.jpg)
ইলেকট্রিক শক দিয়ে 'খুন' করা হল হাতি, বন দপ্তরের হাতে গ্রেপ্তার ১...
![](/uploads/thumb_37218.jpg)
ইলেকট্রিক শক দিয়ে 'খুন' করা হল হাতি, বন দপ্তরের হাতে গ্রেপ্তার ১...